Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন

পাতা

কৃত্রিম প্রজনন কেন্দ্র*

কৃত্রিম প্রজনন কেন্দ্র

 

 কুষ্টিয়া জেলার অধীনে কুমারখালী উপজেলায় অবস্থিত ০৭ নং বাগুলাট ইউনিয়ন পরিষদের পাশে ০৩ নং ওয়ার্ডে অবস্থিত শালঘরমদুয়া গ্রামে  কৃত্রিম প্রজনন কেন্দ্রটি এখন পর্যন্ত  চালু  করা সম্ভব হয়নি। বর্তমানে এখানকার  মূল  সমস্যাটি হলো প্রজননের জন্য ব্যবহৃত ফটকটি স্থাপনের জায়গা নেই।  যতদুর সম্ভম জানা যায় ইতিপুর্বে  প্রকল্পটি দু'বার এই ইউনিয়ন থেকে ফিরে যায়।  এবিষয়ে উধ্বতন কর্তৃপক্ষ বা সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে বিভিন্ন ভাবে যোগাযোগ করে ও তাদের  সাথে আলাপকালে তাঁরা উল্লেখিত সমস্যাটিই উপস্থাপন করেন এবং ভবিষ্যতে এই প্রকল্পটি আদৌ হবে কিনা তা তারা বলতে পারেনা ।

ছবি


সংযুক্তি


সংযুক্তি (একাধিক)