Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন

পাতা

মাসিক সভার সিদ্ধানত সমুহ

 

                                   ০৭ নং বাগুলাট ইউনিয়ন পরিষদ

                                                     কুমারখালী, কুষ্টিয়া।

                                                      সভা নং ০৪

                                                  সভার  রেজুলেশন

সভার সভাপতি  :   জনাব মোঃ আলাউদ্দিন খান

 চেয়ারম্যান, ০৭ নং বাগুলাট ইউনিয়ন পরিষদ,

 উপজেলাঃ কুমারখালী, জেলাঃ কুষ্টিয়া।

সভার তারিখ    :  ১৮/১০/২০২০ খ্রিঃ, সময়ঃ সকাল ১০.০০ ঘটিকা ,স্থানঃ ইউপি অফিস।

 

আলোচ্য বিষয়   :  ১. ওয়াটসনের আওতায় নলকুপের স্থান নির্বাচন ;  

প্রস্তাব  ১

 

 

 

 

 

 

 

আলোচনা     

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

অদ্যকার সভায় সভাপতিত্ব করেন চেয়ারম্যান জনাব মোঃ আলাউদ্দিন খান , তিনি উপস্থিত সকলকে সালাম বিনিময় করে পূর্ববর্তী সভার সিদ্ধান্তে কোন নতুন প্রস্তাব না থাকায় তা অদ্যকার সভায় সর্বসম্মতভাবে অনুমোদন করা হয়।  

সভায় সভাপতি প্রস্তাব আকারে বলেন যে,

 সভায় সভাপতি  প্রস্তাবাকারে বলেন যে, ওয়াটসনের আওতায় উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী হতে গভীর ও অগভীর ২৬ টি নলকুপ বরাদ্দ পাওয়া গিয়েছে। তারমধ্যে ৭ টি ( ৪টি গভীর ও ৩টি অগভীর) নলকুপ ইউপির বিভিন্ন যায়গায় স্থাপন করা হবে এ বিষয়ে উপকার ভোগীর নাম সভায় আহব্বান করা হয়।   

সভায় বিস্তারিত আলোচনা করা হয় এবং আলোচনান্তে সরব সম্মতিক্রমে নিম্নোক্ত  ছক মতে ৭ টি (৪টি গভীর ও ৩ টি অগভীর)নলকুপের স্থান নিম্নরুপভাবে নির্ধারন  করা হয়।

ক্র.ন.

উপকারভোগীর নাম ও পিতার নাম

ঠিকানা

নলকুপের ধরন

বঁশগ্রাম পুলিশ ক্যাম্পে

বাঁশগ্রাম, কুমারখালী, কুষ্টিয়া।

গভীর

মোঃ হালিমুজ্জামান

পিতা মৃত ইসমাইল বিশ্বাস

বাঁশগ্রাম, কুমারখালী, কুষ্টিয়া।

গভীর

মোঃ বকুল বিশ্বাস

পিতা মোঃ মোকাররম হোসেন বিঃ

শেখপাড়া, কুমারখালী, কুষ্টিয়া।

গভীর

মোৎ আলী রেজা

পিতা মৃত খাদেম আলী বিশ্বাস

বানিয়াখড়ি, কুমারখালী, কুষ্টিয়া।

গভীর

মোছাঃ রুপি আক্তার

স্বামী মোঃ নজরুর ইসলাম

ভড়ুয়াপাড়া, কুমারখালী, কুষ্টিয়া।

অগভীর

মোঃ গারিস সেখ

পিতা মৃত আজাহার আলী

বাগুলাট, কুমারখালী, কুষ্টিয়া।

অগভীর

মোঃ আয়ুব আলী

পিতা মোঃ রেজন আলী বিশ্বাস

দ.মনোহরপুর, কুমারখালী, কুষ্টিয়া।

অগভীর

 

সভায় আর কোন বিষয়ে আলোচনা না থাকায় সভাপতি সকলকে ধন্যবাদ জানিয়ে সভার কাজ শেষ করেন।

ছবি


সংযুক্তি


সংযুক্তি (একাধিক)